ফুসফুসের জটিলতা নিয়ে নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম মারা গেছেন।
৫৪ বছর বয়সী ইসরাফিল গত কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সকাল ৬টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । নওগাঁর আত্রাই-রাণীনগর আসনের এই সাংসদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। ইসরাফিল আলমের করোনাভাইরাস ধরা পড়ে গত ৬ জুলাই। ১৫ জুলাই নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস নেগেটিভ আসে। পরে শ্বাস-প্রশ্বাসে সমস্যা বেড়ে গেলে ১৭ জুলাই আবারও তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় । পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজই তাঁর মরদেহ নওগাঁয় নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে।