অবশেষে ধোঁয়াশা কেটে প্রস্তুত আইপিএলের নতুন সূচি

- আপডেট সময় : ০৭:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
অবশেষে ধোঁয়াশা কেটে প্রস্তুত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–আইপিএলের নতুন সূচি। প্রাথমিকভাবে নির্ধারণ করা ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে টুর্নামেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। জমজমাট লড়াইয়ের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ অথবা ১০ নভেম্বর।
সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিচ্ছে না আয়োজকরা। তবে, সব প্রস্তুতি নিয়ে রাখছেন বোর্ড কর্তারা। কয়েকদিনের মধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকের পরই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে আইপিএলের। আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আইপিএল আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভেন্যু হিসেবে শারজা, আবুধাবি এবং দুবাইকে বাছাই করা হয়েছে। ডাবল লেগ হিসেবে প্রত্যেকটি দল প্রত্যেকের সঙ্গে দু’বার করে খেলবে। এদিকে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি অনুশীলনের জন্য দুটি মাঠের ব্যবস্থা করা হচ্ছে দুবাইতে। আগামী ২০ আগস্টের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাম্প শুরু করবে সেখানে।