দীর্ঘদিন বন্ধ থাকলেও, বেতনের জন্য শিক্ষার্থীদের চাপ দিচ্ছে বিদ্যালয়গুলো
- আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
দীর্ঘদিন বন্ধ থাকলেও, বেতনের জন্য শিক্ষার্থীদের চাপ দিচ্ছে বরিশালের মাধ্যমিক বিদ্যালয়গুলো। করোনার কারণে পরিবার সামলাতে হিমশিম খাওয়া অভিভাবকরা এ নিয়ে নতুন দুশ্চিন্তায় পড়েছেন। অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষ উভয়কেই মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা।
করোনা সংক্রমনের কারনে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরি মধ্যে শিক্ষার্থীদের গত পাঁচ মাসের বেতন তুলতে মরিয়া হয়ে উঠেছে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।এ জন্য ক্ষুদে বার্তা থেকে শুরু করে ফোন দিয়ে অভিভাবকদের চাপ সৃষ্টি করছে। করোনা মহামারিতে অর্থনৈতিক দৈন্যদশায় ভোগা অভিভাবকরা নতুন দুশ্চিন্তায় পড়েছেন।
এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাংক হিসেব থেকে টাকা নিয়ে এই দুর্যোগের সময় শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অনুরোধ জানিয়েছেন, অভিভাবকরা। নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের বাঁচিয়ে রাখতে স্বচ্ছল অভিভাবকদের বেতন দেয়া উচিৎ বলে মনে করেন, এই শিক্ষক নেতা। আর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবক উভয়কেই মানবিক হওয়ার অনুরোধ জানান।
বিভাগীয় শহর বরিশাল নগরী থেকে শুরু করে ১০ উপজেলায় সাড়ে সাত’শ এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতি বছর ভর্তির সময় বিভিন্ন খাতে দুই থেকে সাড়ে তিন হাজার টাকা এবং এক মাসের বেতন আদায় করে আসছে বিদ্যালয় কর্তৃপক্ষ।