গাইবান্ধা ও মানিকগঞ্জে বানভাসিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৫:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
গাইবান্ধা ও মানিকগঞ্জে বানভাসিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বন্যা পরিস্থিতিতে বানভাসী মানুষের মাঝে দুপুরে গাইবান্ধার সদর উপজেলার কামারজানী ইউনিয়নের খারজানী চর আশ্রয়ন প্রকল্পের বাসভাসী ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ত্রান সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারে ১০ কেজি চাল, হাইজিন কিটস, শুকনো খাবার এবং ১০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবদুল মতিন, সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজওয়ানসহ অন্যরা।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পুত্র রাহাত মালেক শুভ্রর পক্ষে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুর বক্স সবুজ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। দুপুরে সাটুরিয়া উপজেলার বরাইদ, দিঘুলিয়া ও তিল্লি এলাকায় বন্যার্তদের মাঝে পানি, চিড়া, গুড়, বিস্কুট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন তিনি। এসময় যুবলীগ নেতা মওলা বক্স রাজু ও ছাত্রলীগ নেতা সাকিব উপস্থিত ছিলেন।



















