চেলসিকে ৫-৩ গোলে হারিয়েছে লিভারপুল
- আপডেট সময় : ০২:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ট্রফি উদযাপনের রাতে রোমাঞ্চকর জয় চ্যাম্পিয়ন লিভারপুলের। ৮ গোলের ম্যাচে চেলসিকে ৫-৩ গোলে হারিয়েছে অলরেডরা।
অ্যানফিল্ডে অল লিভারপুলের গোল উৎসবের শুরু ২৩ মিনিটে। নাবি কেইটা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৮ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর ৪৩ মিনিটে ভেইনাল্ডামের গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। অবশ্য যোগ করা সময়ে অলিভিয়ে জিরুদের গোলে ব্যবধান ৩-১ করে চেলসি। বিরতির পরও দাপট ধরে রাখে ক্লপের দল। ৫৪ মিনিটে রবের্ত ফিরমিনোর গোলে ব্যবধান ৪-১ করে লিভারপুল। ৮৪ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন চেম্বারলাইন। মাঝে অবশ্য দুই বদলি খেলোয়াড় ট্যামি আব্রাহাম আর পুলিসিচ দু’বার চেলসিকে ম্যাচে ফিরান। কিন্তু তাতে বড় হার এড়াতে পারেনি ব্লুজরা। এই হারে চ্যাম্পিয়ন্স লিগের অপেক্ষা বাড়লো চেলসির। আর রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করা দলটা ট্রফি উল্লাসও সারলো লিভারপুল।



















