ভিজিএফ এর চাল বিক্রির অভিযোগে নারী ইউপি চেয়ারম্যানসহ ৩ জন গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় ভিজিএফ এর চাল আত্মসাৎ করে বিক্রির অভিযোগে এক নারী ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চাল উপজেলার মেদুয়ারী ইউনিয়নে ৩ ধাপে ৪ হাজার ৮৩ জনের মাঝে বিতরণ করার কথা ছিল। প্রথম দুই ধাপ চাল বিতরণে কোন অনিয়মের অভিযোগ না থাকলেও তৃতীয় ধাপে এসে প্রায় ২শ’ জনের চাল কম পড়ে। চাল না পেয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলে চাল আত্মসাৎ করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে চেয়ারম্যানসহ আরো কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রাতেই আসামীদেরকে গ্রেফতার করেছে পুলিশ।