আইসিসির টেস্ট অলরাউন্ডার রেঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
আইসিসির টেস্ট অলরাউন্ডার রেঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস। দেড় বছর ধরে শীর্ষে থাকা জেসন হোল্ডারকে টপকালেন তিনি। তার রেটিং পয়েন্ট এখন ৪৯৭।
২০০৬ সালের পর এই প্রথম টেস্ট অলরাউন্ডার রেঙ্কিংয়ের শীর্ষস্থানে কোনো ইংলিশ ক্রিকেটার। ব্যাটসম্যান রেঙ্কিংয়েও উন্নতি করেছেন স্টোকস। ৩ ধাপ উপরে উঠেছেন এই অলআউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের কারণে এই উচ্চাতায় স্টোকস। সবশেষ টেস্টে ২৫৪ রানের সাথে ৩ উইকেট নেন তিনি। এদিকে, ব্যাটসম্যানদের রেঙ্কিংয়ের প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন স্টিভেন স্মিথ ও বিরাট কোহলি।



















