বিনামূল্যের সরকারি ওষুধ চোরাকারবারি চক্রের সাত সদস্য গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বিনামূল্যের সরকারি ওষুধ চোরাকারবারি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
গেলরাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের এক অফিস সহকারিও রয়েছেন। দুপুরে নগরীর মাহিগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক থেকে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করত। গ্রেপ্তারকৃতরা হলেন, সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন সাহের জামান, পীরগাছা উপজেলার খন্দকার আব্দুস সালাম, নগরীর মাহিগঞ্জ এলাকার আব্দুর রহমান, হাশেম রেজা, কমল চন্দ্র রায়, ধীরেন চন্দ্র বর্মন ও দীপাল চন্দ্র বর্মন।



















