ফেনীর ছাগলনাইয়ায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ফেনীর ছাগলনাইয়ায় করোনা উপসর্গ নিয়ে মাকসুদুর রহমান টুটুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে জ্বর কাশিসহ প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়।তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামের আবু তাহের চৌধুরীর ছেলে। ছোট ভাই মিটুল চৌধুরী জানান,গত কিছুদিন ধরে তার ভাইয়ের জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেয়।একপর্যায় তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।কিন্তু হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে।প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু ঘটে।





















