ব্রাহ্মণবাড়িয়ায় মামলার আসামি মামুন র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত

- আপডেট সময় : ০৫:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মামুন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
রোববার দিনগত গভীর রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে। মামুন চান্দপুর গ্রামের মুছার মিয়ার ছেলে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, মামলার প্রধান আসামি মামুনকে ধরতে র্যাবের একটি দল রাতে চান্দপুর বাজারে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মামুনের বাহিনী পাল্টা গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে মামুন আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।