দেশে করোনায় একদিনে আরও ৫০ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
দেশে করোনা একদিনে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট দুই হাজার ৬৬৮ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯২৮ জন এবং এ পর্যন্ত ২ লাখ ৭ হাজার ৪৫৩ জনের শনাক্ত হয়েছে।
দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে’ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৪ জন এবং এ পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৫৫৮ জন সুস্থ হয়েছেন। ব্রিফিংয়ে বলা হয়, যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ১৫ জন। এসময় করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।























