ফাহিম সালেহ খুনের ঘটনায় অভিযুক্ত টাইরিস হাসপিল নিজেকে নির্দোষ দাবি
- আপডেট সময় : ০২:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
নিউ ইয়র্কে বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুনের ঘটনায় অভিযুক্ত টাইরিস হাসপিল নিজেকে নির্দোষ দাবি করেছে। রোববার তার আইনজীবীরা আদালতকে জানান, নিউ ইয়র্কের স্থানীয় বাসিন্দা ২১ বছরের হাসপিল-এর বিরুদ্ধে ইতোপূর্বে এ ধরনের কোনও অভিযোগ ছিল না। প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন।
হোমিসাইড ডিফেন্স টাস্ক ফোর্সের লিগ্যাল এইড অ্যাটর্নি স্যাম রবার্টস এবং নেভিল মিচেল বলেন, এটি একটি জটিল ও দীর্ঘ মামলা। প্রকৃত ঘটনা উদঘাটনের খুব প্রাথমিক পর্যায়ে আছি। হাসপিলের অ্যাটর্নি হিসেবে জনগণকে এ ঘটনায় তাদের দৃষ্টিভঙ্গি উন্মুক্ত রাখার আহ্বান জানান তিনি। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে, আগামী আগস্টে হাসপিলের বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ২০২০ সালের ১৪ জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিম সালেহ-র ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
















