ইংলিশ এফএ কাপের ফাইনালে নিশ্চিত করেছে চেলসি

- আপডেট সময় : ০২:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ইংলিশ এফএ কাপের ফাইনালে নিশ্চিত করেছে চেলসি। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ব্লুরা। ১ আগস্ট শিরোপার লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে ল্যাম্পার্ডের দল।
ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধে ম্যানইউ ও চেলসির অবস্থান ছিলো সমানে সমান। বল দখলে রেখে বিচ্ছিন্ন আক্রমণ চালালেও জাল খুঁজে পায়নি কোন দল। তবে ইনজুরি টাইমে গোল পায় ল্যাম্পার্ডের শীষ্যরা, অলিভিয়ের জিরুদের কল্যাণে। বিরতি থেকে ফিরে কোন কিছু বুঝে ওঠার আগেই আরো এক গোল হজম করে ইউনাইটেড। ম্যাসন মাউন্টের জোরালো শট হাতের নাগালে থাকলেও আটকাতে পারেননি ডেভিড হিয়া। দ্বিতীয় লিডে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। ম্যাচে ফিরতে মরিয়া ম্যানইউ,৭৪ মিনিটে আরো একবার পিছিয়ে পরে মাগুইয়েরের আত্মঘাতী গোলে। শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল শোধ করলেও ফাইনালের স্বপ্ন পূরণ হয়নি ম্যানইউ’র। সেমি থেকেই বিদায় নিলো এফএ কাপের ১২ বারের চ্যাম্পিয়নরা।