বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট জিয়াউল হাসান, সার্কেল এডজ্যুডেন্ট মনিরুল ইসলামসহ বাহিনীর অন্যান্য সদস্যরা। পরে কার্যালয়ের বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণ করেন এবং আনসারদের মাঝে চারা বিতরণ করা হয়।