করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আট’জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনসহ ঝিনাইদহ, সিরাজগঞ্জ, সাতক্ষীরা ও মৌলভীবাজারে আট’জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে ।এদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা।মৃত পারভিন আক্তার, সুরুজ মিয়া ও রুশুআরা বেগম কুমিল্লার বাসিন্দ আর আবুল কালামের বাড়ি চাদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। এদের মধ্যে জ্বর, সর্দি, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ২ জন এবং আইসোলেশনে ২ জন চিকিৎসাধীন ছিলেন।
ঝিনাইদহের কোটচাদপুরে করোনা উপসর্গ নিয়ে আলাউদ্দিন নামের এক বিআরবি কর্মকর্তার মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ঝিনাইদহ সদর হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তিনি। চিকিৎসারত অবস্থায় গেল রাতে তিনি মারা যান।
সিরাজগঞ্জ সদরের পৌর এলাকার রাণীগ্রাম মধ্যপাড়ায় এলাকার নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস চিকু নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। এর আগে করোনার উপসর্গ জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় আব্দুল কুদ্দুসকে গত ১২ জুলাই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভতি করা হয়।
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঈসমাইল হোসেন । নামের আরও একজনের মৃত্যু হয়েছে। আজ ভোর রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান।
মৌলভীবাজারের বড়লেখায় জ্বর-সর্দি-কাশি ও গলাব্যাথাসহ করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের বছর বয়সী সালেহা বেগমের মৃত্যু হয়।