টাঙ্গাইলে বন্যার পানি বাড়ার সাথে সাথে নৌকা তৈরি ও বেচাকেনার ধুম পড়েছে
- আপডেট সময় : ০২:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় বন্যার পানি বাড়ার সাথে সাথে নৌকা তৈরি ও বেচাকেনার ধুম পড়েছে। অনেকেই পুরনো নৌকা মেরামত করে চলাচলের উপযোগী করে নিচ্ছেন । কারিগররা নৌকা বিক্রী করে সংসারে আনছেন সচ্ছলতা । এদিকে, বর্ষাকালে নৌকা ছাড়া অনেকটাই অচল মানিকগঞ্জে–চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের চলাচল। চলতি বছর করোনার কারণে–নৌকার হাটে ক্রেতা কম বলে জানিয়েছেন এ জেলার বেপারীরা।
টাঙ্গাইলে যমুনাসহ আঞ্চলিক নদীগুলিতে থৈ থৈ পানি। চরাঞ্চলের নিচু এলাকার বাসিন্দারা নৌকায় এক গ্রাম থেকে অন্য গ্রাম ও হাট-বাজারে যায়। বন্যার সময় নৌকাই একমাত্র ভরসা। কারখানাগুলিতে এখন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। তারা জানান, আগাম বন্যা হওয়ায় নৌকার চাহিদা বেড়ে গেছে।
কারিগরদের বিভিন্ন সহায়তার কথা জানান, টাঙ্গাইল সদরের ইউএনও। এদিকে, মানিকগঞ্জের ঘিওরে ঈদগা’র বিশাল মাঠে জায়গা না হওয়ায় পাশের কলেজ মাঠের অর্ধেকটা জুড়ে বসেছে শতাব্দী প্রাচীন নৌকার হাট। ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং রাজবাড়ী থেকেও ক্রেতারা আসছেন এখানে নৌকা কিনতে। ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে এবার দাম বেশি।
ঐতিহ্যবাহী এই হাটের জন্য স্থায়ী কোনো জমি বরাদ্দ নেই বলে জানান ইজারাদার। আবহমান বাংলার এই জনপ্রিয় ও ঐতিহ্যবাহী যানের সাথে জড়িতদের কল্যাণে সরকার উদ্যোগ নেবে বলে আশা করে কারিগররা।























