পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ঘাটে অপেক্ষমান
- আপডেট সময় : ১২:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
পদ্মায় তীব্র স্রোতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশ দ্বার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ঘাটে অপেক্ষমান রয়েছে।
দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌরুটের পাটুরিয়া প্রান্তে দীর্ঘ হচ্ছে ট্রাকের সারি । সকাল থেকেই শত-শত পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় রয়েছে। তবে যাত্রীবাহী বাস রাতেই ফেরি পার হওয়ায় সকালে তেমন কোন চাপ নেই। তীব্র স্রোত ও ফেরি সংকটের কারনেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
………..
এদিকে, কাঁঠালবাড়ী ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রবল স্রোত আর নাব্য সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে গত বৃহস্পতিবার রাত থেকে বন্ধ রয়েছে সকল ফেরি চলাচল। এদিকে ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা পরিবহন চালক ও শ্রমিকদের দূর্ভোগ বেড়েছে। এরকম পরিস্থিতে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটটি অচলাবস্থা দেখা দিয়েছে। ঘাটের অচলাবস্থায় বিপাকে পড়েছে পরিবহন ও ট্রাকের চালকরা। অচলাবস্থা সামাল দিতে ৭টি ড্রেজার দিয়ে ড্রেজিং করছে বিআইডব্লিউটিএ।























