টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন, মধুপুর পৌর এলাকা ৫নং ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকার আব্দুল গনি, তার স্ত্রী তাজিরুন ও দুই সন্তান সাদিয়া ও তাজেল। গতরাতে তাদেরকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ। আব্দুল গনিকে ও তার স্ত্রীকে গলাকেটে এবং দুই সন্তানকে গলাটিপে হত্যা করা হয় মধুপুর থানার এসআই জোবায়দুল জানান, সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, আব্দুল গনি গৃহস্থলীর কাজ করতো। এলাকায় কখনো কারো সাথে দ্বন্দ্ব বা কারো সাথে কোন বিরোধ ছিল না। মধুপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল জানান, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। তদন্ত করে ঘটনার কারণ জানা যাবে। তবে এ ব্যপারে এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি