নেত্রকোনায় নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ, কারখানা মালিক আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নেত্রকোনায় বিসিক শিল্প নগরীতে নকল প্রসাধনী তৈরির কারখানায় হানা দিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও র্যাব ১৪ এর একটি দল।
বুধবার রাতে সদর উপজেলার চল্লিশা এলাকায় বিসিকের রহিমা সোয়েটার নামক ফ্যাক্টরির ভেতরে এই অভিযান পরিচালিত হয়।এসময় নকল হ্যান্ড স্যানিটাইজার, বিদেশী সেন্ট, বডিস্প্রে, মেহেদীসহ বিভিন্ন জাতের ৪৫ প্রকারের বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ মেশিন জব্দ করা হয়।পরে জেড এন্ড এম নামের একটি নকল প্রডাক্ট কারখানার মালিক নুরুর রহমান জাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এন এস আইয়ের উপ পরিচালক মো. তৌফিকুর রহমান ও র্যাব ১৪ এর অধিনায়ক এস এম শোভন খান। পরে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে জব্দকৃত প্রসাধনীগুলো ধংস করে দেয়। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।