২০২২ সালের কাতারে ফুটবল বিশ্বকাপের সূচি চূড়ান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৭৩১ বার পড়া হয়েছে
কাতার ফুটবল বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে। ২০২২ সালের ২১ নভেম্বর দোহার আল বায়েত স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। ১৮ ডিসেম্বর আসরের ফাইনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮০ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়ামে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৭ ডিসেম্বর। রাশিয়া বিশ্বকাপ ৩২ দিনে অনুষ্ঠিত হলেও, কাতারের তাপমাত্রা বিবেচনায় এবার সেটি কমিয়ে আনা হয়েছে। ২৮ দিনে টুর্নামেন্ট শেষ করবে ফিফা। ১২ দিনের গ্রুপ পর্বে প্রতিদিন হবে চারটি করে ম্যাচ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দোহার ৮টি ভেন্যুতে। কাতারের সময়ে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর একটায়। এরপর যথাক্রমে বিকাল ৪টা, সন্ধ্যা ৭ এবং ১০ টায় হবে বাকি ম্যাচগুলো। কাছাকাছি সব ভেন্যু হওয়ায় সমর্থকদের পোহাতে হবেনা বাড়তি ঝামেলা। এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৩০ মাইল হওয়ায় সহজেই যাতায়াত করতে পারবেন দর্শকরা।