ভবিষ্যতে আর কোন প্রতিষ্ঠান যেন এ ধরনের অপরাধ করতে না পারেঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
করোনা পরীক্ষার ভূয়া সনদ যেমন উদ্বেগ বাড়িয়েছে অন্যদিকে বিশ্বে দেশের ইমেজ নষ্ট হওয়ার আশংকা তৈরি হয়েছে। ভবিষ্যতে আর কোন প্রতিষ্ঠান যেন এ ধরনের অপরাধ করতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
করোনার নমুনা পরীক্ষা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, ল্যাবগুলোর সক্ষমতা অনুযায়ী পরীক্ষা করতে প্রয়োজনীয় সামগ্রী সুলভ করতে স্বাস্থ্য বিভাগের কার্যকর ও দ্রুত উদ্যোগ দরকার। মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগের মাঝে সমন্বয়ের অভাব আছে বলেও মন্তব্য করেন তিনি। নমুনা পরীক্ষায় ফি নির্ধারণের ফলে দরিদ্র মানুষ পরীক্ষা করাতে আসছে না বলে অভিযোগ প্রসংগে ওবায়দুল কাদের বলেন, সব শ্রেনী-পেশার মানুষের সামর্থ্য বিবেচনা করা উচিত। বিভিন্ন জেলায় কোরবানির পশুরহাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না উল্লেখ করে আইন-শৃংখলা বাহিনীকে এ বিষয়ে কঠোর হবার আহ্বান জানান তিনি।




















