জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে লালমনিরহাটে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে লালমনিরহাটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করা হয়ছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের বন্যা কবলিত এলাকাগুলো পরির্দশন করে স্থানীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের পক্ষে পানিবন্দী কয়েক শ’ দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আকবর ইমাম, সাধারণ সম্পাদক আছির হক, পৌর সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ স্থানীয় নেতা-কর্মীরা।