জমে উঠেছে সাউদাম্পটন টেস্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
জমে উঠেছে সাউদাম্পটন টেস্ট। শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দেয়া ২০০ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পর্যন্ত ক্যারিবিয়দের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ২৭ রানে ৩ উইকেট হারায় ক্যারিবিয়রা। ব্রাথওয়েট, সাই হোপ ও ব্রুকস—তিন ব্যাটসম্যান ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। মাঝে রিটায়ার্ড হয়ে মাঠ ছেড়ে দলের বিপদ আরো বাড়িয়েছেন জন ক্যাম্পবেল। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ার চেস্টা রোস্টন চেজ ও ব্লাকউডের। তার আগে, ৮ উইকেটে ২৪৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে স্বাগতিক ইংল্যান্ড। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩১৩ রান অলআউট হয় ইংলিশরা। প্রথম ইনিংসে ২০৪ রান করেছিল ইংল্যান্ড। আর ক্যারিবিয়ানদের সংগ্রহ ৩১৮ রান।






















