চট্টগ্রাম মেডিকেলে নওফেল ও আ.জ.ম নাছির সমর্থিত ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

- আপডেট সময় : ০৬:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি মেয়র আ.জ.ম নাছির সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ১৬ জন আহত হয়েছে।
সকালে চমেক ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ১১টার দিকে করোনা চিকিৎসার খোঁজ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। হাসপাতালের পরিচালকের রুমে অবস্থান করার সময় বাইরে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা জড়ো হন। উপমন্ত্রী পরিচালকের রুম থেকে বেরিয়ে তাদের সঙ্গে কথা বলে চলে যান। এর পরপরই অন্য অংশের নেতাকর্মীরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছিরের পক্ষে স্লোগান দিতে দিতে ওই এলাকায় গেলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ নেতাকর্মী আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে চার পুলিশ সদস্যও আহত হন। এসময় হাসপাতালে আসা সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চমেক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।