মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ মুন্নি আক্তার নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ মুন্নি আক্তার নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে গ্রাম কুলাউড়া এলাকায় ভাড়া বাসা থেকে গৃহবধু মুন্নির মরদেহ উদ্ধার করে পুলিশ। সকাল ১০টা পর্যন্ত দরজা না খোলায় বাসার অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে তারা কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে গৃহবধূ মুন্নির লাশ উদ্ধার করে। মুন্নির স্বামী নাহিম মিয়া একটি বেসরকারি কোম্পানির কুলাউড়ায় সেলসম্যান হিসেবে চাকরি করেন। বাসায় মুন্নির স্বামী নাহিম মিয়াকে পাওয়া যায়নি, রাতের কোন এক সময়ে স্ত্রীকে গলাটিপে হত্যা করে সে পালিয়েছে বলে ধারনা করছে পুলিশ।