গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৭০৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অর্চনা রায় ও তিথি সরকার নামে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে বাড়ীর পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে নিহত গৃহবধূ অর্চনা রায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অপর দিকে, উপজেলার কলাবাড়ী গ্রামের বাবার বাড়ীর একটি রুমে তিথির ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিথির মরদেহ উদ্ধার করে। পরে দুপুরে ওই দুই গৃহবধূর মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত গৃহবধূ অর্চনা রায় কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের উজ্জ্বল রায় ও তিথি সরকার ডহরপাড়া গ্রামের বিপুল বালার স্ত্রী।