দুর্নীতির অভিযোগে মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ূন কবিরকে দুদকের জিজ্ঞাসাবাদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ূন কবিরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এন-৯৫ মাস্ক ও পিপিইসহ করোনাকালের স্বাস্থ্য সরঞ্জমাদি প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সকাল ১০ টায় তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুর্নীতি দমন কমিশনের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলির নেতৃত্বে চার সদস্যের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে। একই অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের আর এক ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকেও আজ জিজ্ঞাসাবাদের কথা ছিল। তবে তিনি না এসে অভিযোগের বিষয়ে তার বক্তব্য আইনজীবীর মাধ্যমে দুদকের কাছে তুলে ধরেছেন। আইনজীবী জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিঠু। এবং তার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন।