রংপুর নগরীতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি
- আপডেট সময় : ০১:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
রংপুর নগরীতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। সরকারী হিসেবেই প্রতিদিন গড়ে ১০ জন আক্রান্ত হচ্ছেন নগরীতে। পেশাগত কারণে সংক্রমনের দিক থেকে বেশি ঝুঁকিতে রয়েছেন স্বাস্থ্য কর্মীসহ সাংবাদিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বাস্থ্যবিধি নিশ্চিতের পাশাপাশি উপসর্গে আক্রান্তদের পরীক্ষা ও চিহ্নিত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৪ এপ্রিল রংপুরের বদরগঞ্জে শনাক্ত হয় প্রথম করোনা রোগী। আর রংপুর নগরীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২১ এপ্রিল। শুরুতে নগরীতে আক্রান্তের হার কম থাকলেও দ্রুত বাড়তে থাকতে আক্রান্তের সংখ্যা। ৩০ জুন পর্যন্ত রংপুর নগরীতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬শ’ ৮১জন। যাদের অধিকাংশই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।
সংশ্লিষ্টরা বলছেন, যথেষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই আক্রান্তদের কাছাকাছি হওয়ায় সংক্রমিত হচ্ছেন তারা।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, দক্ষ জনবলের স্বল্পতা ও করোনা পরীক্ষা বিলম্বিত হওয়ায় নগরীতে ভয়াবহ হচ্ছে করোনা ঝুঁকি।বিশেষজ্ঞরা বলছেন, ঈদের আগে ও পরে বিপণি বিতানগুলো খুলে দেয়া, সামাজিক দূরত্ব না মানাসহ পরীক্ষার ধীরগতির কারণে বাড়ছে সংক্রমনের হার। নমুনা সংগ্রহে একাধিক বুথ স্থাপনের পাশাপাশি করোনা পরীক্ষায় সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে আরো তিনটি পিসিআর ল্যাব স্থাপনের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।