ঠাকুরগাঁও ডাবরী সীমান্তে রাজু আহম্মেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে নাগরনদী হতে রাজু আহম্মেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫০ বিজিবি অধিনায়ক লে কর্নেল শহিদুল ইসলাম জানান, নিহত রাজু সহ বেশকিছু শ্রমিক পানিপথে ভারতের পান্জাব এলাকায় গিয়ে ইটভাটায় কাজ করতো।গত রোববার (৫ জুলাই) রাতে তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাড়িতে ফিরছিল। ওইসময় ভারতের ১৪৬ কৃষানগন্জ বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা নাগর নদীতে ঝাঁপ দেয়। অন্যান্যরা সাতরিয়ে পাড়ে উঠলেও রাজু সাতার না জানার কারণে সে পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।পরে রাজুর সহকর্মী ও পরিবারের লোকজন তাকে নদীতে খোজাখুজি করেও পায়নি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে। থানা সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স ৩০ বছরের কাছাকাছি। তার হাত পা ও চোখ মুখ বাধা অবস্থায় ছিল। দুই তিন আগে তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয় বলে ধারনা করছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন।
















