করোনায় মৃত ব্যক্তির মরদেহ ফেলে পালিয়েছে স্বজনরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত এক ব্যক্তির মরদেহ ফেলে পালিয়েছে তার স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেও মরদেহ হস্তান্তর করতে পারেনি।
গতরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজাদ নামে এক করোনা রোগীর মৃত্যু হয়। আজাদের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলায়। মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালেই ছিল তার ভাই ও ভাবী। কিন্তু মৃত্যুর পর তার মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান তারা। এ ঘটনার পর প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ ও পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা মরদেহ নিতে রাজি হননি। তবে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, আজাদের পরিবার মরদেহ না নিলে অবশেষে কোয়ান্টাম ফাউন্ডেশন বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করবে।