বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বঙ্গবন্ধু স্মারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান আয়োজন করা হয়েছে
- আপডেট সময় : ১১:৩৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বঙ্গবন্ধু স্মারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে ঢাকা সেনানিবাস থেকে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর পর জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়ার নেতৃত্বে রামু সেনানিবাসে বঙ্গবন্ধু স্মারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে ধারণ করে মুজিব শতবর্ষ উপলক্ষে এই স্মারক বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচীর প্রতিপাদ্য বিষয় হল “সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এ বৃক্ষরোপণ কর্মসূচীতে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী এর নেতৃত্বে সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদবীর সেনাসদস্যরা প্রাথমিকভাবে ১শ’ টি ফলজ, ভেষজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করেন।




















