করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় ৬ জনসহ রাজশাহী, ঝিনাইদহ ও মানিকগঞ্জে ১১ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৬:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় ৬ জনসহ রাজশাহী, ঝিনাইদহ ও মানিকগঞ্জে ১১ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে ৬ জন মারা গেছে। এদের মধ্যে ২ জন মহিলা রয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে এরা চিকিৎসাধীন ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এখলাসুর রহমান, রামচন্দ্রপুর এলাকার আশরাফ আলীর স্ত্রী শামীমা বেগম এবং তেরখাদিয়া এলাকার মেরাজুল ইসলাম। গতরাতের বিভিন্ন সময়ে তারা মারা যান।
ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গে আনিছুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, শৈলকুপার কাচেরকোল গ্রামের আনিছুর রহমান শ্বাসকষ্ট, সর্দি, কাশিতে ভুগছিলেন।
মানিকগঞ্জ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গে চিকিৎসাধীন সাকিমুদ্দিন নামে এক বৃদ্ধ মারা গেছেন। তার বাড়ি সাটুরিয়া উপজেলার চরতিল্লী এলাকায়। সাকিমুদ্দিন বৃহস্পতিবার মানিকগঞ্জ হাসপাতালে ভর্তির পর আজ দুপুরে মারা যান।