করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় ৫ জনসহ ঝালকাঠি ও ময়মনসিংহে মোট ৭ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে একদিনে ৫ জন মারা গেছে। এদের মধ্যে ১ জন নারী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি জানান, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে করোনা উপসর্গ নিয়ে ৪ জন ও আইসোলেশনে ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতরা হলেন, ইউসুফ আলী, নাবিল, হাজী জব্বর, দুদু মিয়া ও রিনা আক্তার।
ঝালকাঠির রাজাপুর থানার পুলিশ কনেস্টবল ফিরোজ সিকদার জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গেল রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে মাওয়া ফেরিঘাটে মারা গেছেন। তিনি ৫/৭ দিন ধরে জ্বরে ভুগছিলেন।
ময়মনসিংহের ভালুকায় জ্বর ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির মৃত্যূ হয়েছে। বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, উপজেলা প্রশাসনের কর্মচারী আব্দুর রাজ্জাক হৃদরোগী ছিলেন।




















