বন্যায় চরম বিপাকে পড়েছে কুড়িগ্রাম চরাঞ্চলের পানিবন্দি মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বন্যায় চরম বিপাকে পড়েছে কুড়িগ্রাম চরাঞ্চলের পানিবন্দি মানুষ। হাতে কাজও নেই, ঘরে খাবারও নেই। নৌকার অভাবে যেতে পারছে না আশ্রয় কেন্দ্রে।এ অবস্থায় অতি কষ্টে দিন পার করছেন তারা।
ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপড় দিয়ে বইছে। গত ৬ দিন ধরে পানিবন্দি, কুড়িগ্রামের আড়াই শতাধিক চরের প্রায় দেড় লক্ষাধিক মানুষ। আশ্রয় নেয়া এসব মানুষ খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দিন পাড় করছে। চুলা জ্বালানোর শুকনো জায়গা নেই। ফুরিয়ে গেছে ঘরের খাবারও। সরকারি-বেসরকারি সহযোগিতার দিকে তাকিয়ে আছে তারা।
স্থানীয় জনপ্রতিনিধি জানান, এই মুহুর্তে তাদের দরকার শুকনো খাবার। বন্যা কবলিতদের খাদ্য সহায়তা বরাদ্দ দেয়ার কথা জানান, জেলা প্রশাসক। এই বন্যা, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া চরাঞ্চলের মানুষকে আরো অসহায় করে তুলেছে।




















