চট্টগ্রাম সেনানিবাসে বঙ্গবন্ধু স্মারক বৃক্ষরোপন অভিযান পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সেনানিবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মারক বৃক্ষরোপন অভিযান পালিত হয়েছে
সকাল ১০ টায় ঢাকাসহ অন্যান্য সন সেনানিবাসের সাথে একযোগে চট্টগ্রাম সেনানিবাসেও এই কর্মসুচী পালিত হয়। সেনা প্রধান জেনারেল আজিজ আহমদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসুচীর উদ্বোধন করেন। পরে চট্টগ্রাম সেনানিবাসের ভেতরের নিসর্গ এলকায় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করা হয়। এসময় স্বাস্থ্যবিধি অনুসরণ করে চট্টগ্রাম সেনানিবাসের সামরিক অসামরিক অফিসারসহ অন্যরা উপস্থিত ছিলেন। একই সময় পার্বত্য চট্টগ্রামের গুইমারা, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি রিজিয়ন গুলোতেও স্মারক বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।