জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা, ফেনী ও ঝিনাইদহে ৬’জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় ৪ জনসহ, ফেনী ও ঝিনাইদহে ৬ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে। এদের মধ্যে ৩ জনই মহিলা। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি জানান, জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে এদের ৩ জন ও আইসোলেশনে ১ জন চিকিৎসাধীন ছিলেন।
ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে জান্নাতুল ফেরদাউস নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহের শৈলকুপায় শহীদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর করোনা উপসর্গে মৃত্যু হয়েছে। গেল রাতে তার মৃত্যু হয়। ডায়াবেটিসের রোগী শহীদুল গত চারদিন ধরে নিজ বাড়িতে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।