সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
 - / ১৫৬৯ বার পড়া হয়েছে
 
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জেরর্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। এসময় দুইজন বনদস্যুকে আটক করেছে র্যাব।
তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ৩৩ রাউন্ড গুলি, দেশী অস্ত্র, দস্যুতায় ব্যবহারিক অন্যান্য মালামাল ও ট্রলার জব্দ করা হয়েছে।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামদো নদী, মালঞ্চ নদী,খোপড়াখালী নদী ও ফিরিঙ্গি নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গত ২৫ জুন রাত থেকে আজ ২৮জুন ভোর পর্যন্ত অভিযান চালায় র্যাব।দুপুর সাড়ে ১২ টায় খুলনার র্যাবের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।নিহত দস্যুরা হলেন,সাতক্ষীরার হরদহ এলাকার মোঃ লুৎফরের ছেলে শরিফুল ইসলাম আশাশুনি উপজেলার বসুখালীর মৃত জামাত আলীর ছেলে হাবিবুর রহমান ও অজ্ঞাত একজন।এছাড়া আটক অপর দুইজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
																			
																		













