ময়মনসিংহের ভালুকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
 - / ১৫৬৬ বার পড়া হয়েছে
 
ময়মনসিংহের ভালুকায় কেরামত আলী শেখ নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভোরে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহত কেরামত আলী মানসিক রোগী ছিলো। ফজরের নামাজের আগে ঘর থেকে বের হয়ে আসে সে। তার স্ত্রী ভোরে বাড়ির পাশে হাটতে গিয়ে গাছের ডালে তার স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। নিহত কেরামত আলী উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামের মৃত ইন্নছ আলীর ছেলে।
																			
																		













