স্বাস্থ্যবিধি মেনেই সকল গরুর হাট অনুমোদন দেওয়া হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই অস্থায়ী সকল গরুর হাট তিন থেকে পাঁচ দিনের জন্য অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। হাটে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতে প্রস্তুতি পর্যালোচনা নিয়ে মন্ত্রণালয়ের ভার্চুয়াল সভায় এ সব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। এছাড়া নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করতেও সভায় সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসসহ দেশের সব সিটি করপোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।