চট্টগ্রামে মালেকা বেগম হত্যায় জড়িত তিন আসামী আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত ভবনে মালেকা বেগম হত্যার সাথে জড়িত তিন আসামীকে আটক করেছে পুলিশ।
দুপুরে নগরীর চেরাগী পাহাড়ে অবস্থিত সিএমপি দক্ষিণের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপ-পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান। এ সময় তিনি জানান, আসামীরা মালেকা বেগমকে নেশা করিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে নিহতের পরনের বোরকা গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে তারা। এসময় তার কাছে থাকা মোবাইল ফোন নিয়ে আসামীরা পালিয়ে যায়। মঙ্গলবার পুলিশ সিআরবি এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত ভবন থেকে মালেকার মৃতদেহ উদ্ধার করে। পরে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গতকাল রুবেল, সুমন ও মাইকেল বড়ুয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে মালেকার মোবাইল সেটটিও উদ্ধার করেছে বলে জানান তিনি।