চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে নতুন করে গড়ে উঠেছে অবৈধ বসতি

- আপডেট সময় : ০৬:২০:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
এসএটিভিতে সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের বায়েজিদ, আরেফিন নগর, ছলিমপুর ও উত্তর কাট্টলীর বিভিন্ন পাহাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাশন ও পরিবেশ অধিদফতরের যৌথ টিম।
সকালে বায়েজিদ এলাকা থেকে এই অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে দুর্গম পাহাড়ের ঢালে গড়ে তোলা ঝুঁকিপূর্ণ কয়েকশো স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় স্থানীয়রা বাধা দেয়ার চেষ্টা করলে দু’জনকে আটক করে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়- করোনা দুর্যোগের সুযোগে বিভিন্ন পাহাড়ে এসব স্থাপনা গড়ে তোলে ভুমিদস্যুরা। স্থানীয়ভাবে এসব স্থাপনা করোনা ঘর নামে পরিচিত। তবে অবৈধ এসব স্থাপনায় বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য সুবিধা থাকায় বিস্ময় প্রকাশ করেন অভিযানের নেতৃত্ব দেয়া কর্মকর্তারা। এসব স্থাপনার সঙ্গে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকারও সন্দেহ প্রকাশ করেন অভিযানের নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেট।