ময়মনসিংহের গোবড়াকুড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের হালুয়াঘাটের গোবড়াকুড়া সীমান্তের ২শ’ গজ ভেতরে বিএসএফের গুলিতে অজ্ঞাত এক বাংলাদেশী নিহত হয়েছেন।
তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কড়ইতলী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল মজিদ। তিনি জানান, মঙ্গলবার ভোরে বিএসএফের গুলিতে নিজেদের সীমানায় ওই বাংলাদেশী নিহত হন। এ নিয়ে পতাকা বৈঠকে বসতে দু’দেশের বিএসএফ ও বিজিবি’র মধ্যে আলোচনা চলছে। মরদেহের পরিচয় খুব শীগগিরই জানা যাবে বলে তিনি জানান। অপরদিকে উপজেলার সীমান্তবর্তী গোবড়াকুড়া এলাকার খলিল নামে স্থানীয় এক ব্যক্তি জানান, আব্দুল জলিল নামে মানসিক ভারসাম্যহীন তার ছোট ভাই গতরাত থেকে নিখোঁজ রয়েছে। ওই মরদেহটি তার ভাইয়ের হতে পারে বলে দাবী করেন তিনি।