রাজবাড়ীর দৌলতদিয়ায় যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারের নিজ বাড়ি থেকে স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা রাশেদুল ইসলাম পান্নু মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গেল রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পান্নু মোল্লা দৌলতদিয়া ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের টোকাই মোল্লার ছেলে এবং দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দৌলতদিয়ার যৌনপল্লীতে পান্নুর একাধিক ব্যবসা ছিল। এছাড়া তার ছিল দুই স্ত্রী। পারিবারিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। গতকাল সন্ধ্যায় ফ্যানের সঙ্গে পান্নুকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।