পাবনার সাঁথিয়ায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুস সোবাহান নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবী- নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, গেল রাতে সাঁথিয়া থানা পুলিশ মাদক কেনাবেচার সংবাদ পেয়ে উপজেলার করমজা কবরস্থানের পাশে ঈদগাহ্ মাঠে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবৃদ্ধ অবস্থায় আব্দুস সোবাহানের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৩০ গ্রাম হেরোইন, একটি শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয় বলে জানানো হয়েছে।




















