ভোলায় ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি নামে এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গেলরাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা ছোট ভাই সজিব মাঝি দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়।পরে এ ঘটনার সাথে জড়িত আব্বাসউদ্দীন নামে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো ঔষধ ব্যবসায়ী প্রবীর বটতলা এলাকায় তার দোকান বন্ধ করে সাথে ছোট ভাই সজিবকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতি রোধ করে। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে সাথে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।




















