৩১তম কোপা ইতালিয়ান শিরোপা নিজের করে নিল নাপোলি
- আপডেট সময় : ০৩:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
চার শটেই ম্যাচ হেরে গেল জুভেন্টাস। ৩১তম কোপা ইতালিয়ান শিরোপা নিজের করে নিল নাপোলি।
ছয় বছর পর কোপা ইতালিয়া দিয়ে শিরোপা খরা কাটল নাপোলির। সবশেষ ২০১৩-১৪ মৌসুমে কোপা ইতালিয়া জিতেছিল দলটি। বুধবার রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে গোলশূন্য ড্রর পর টাইব্রেকারে ৪-২ গোলে সিআরসেভেনের দল জুভেন্টাসকে হারাল নাপোলি। শুধু শিরোপাই হাতছাড়া হয়নি, পুরো ম্যাচজুড়ে সমর্থকদের হতাশায় ডুবিয়েছেন রোনাল্ডোরা। পুরো ম্যাচে দলের সেরা তারকা রোনাল্ডো গোলপোস্ট বরাবর শট নিতে পেরেছেন মাত্র ৩টি। যার দুটিই কসরত করতে হয়নি নাপোলি গোলরক্ষকের। ম্যাচের ২৬ মিনিটের মাথায় লরেন্সো ইনসিগনের ফ্রি কিক জুভেন্টাসের গোলবারে লেগে রক্ষা হয়।বিরতির ঠিক আগে ফের ইনসিগনের আক্রমণ ঠেকিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত যোগ সময়েও নাপোলির শানিত আক্রমণ থেকে দলের রক্ষাকর্তা হন বুফন। এভাবেই খেলার শেষ অবধি জুভেন্টাসে রক্ষণভাগকে ভেঙে নাপোলির সব আক্রমণ রুখে দেন ৪২ বছর বয়সী বুফন।



















