কুড়িগ্রামে আবাসন প্রকল্পে বিতর্কিত মুক্তিযোদ্ধা দিয়ে কমিটি গঠনে বিক্ষোভ ও মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গৃহহীন মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পে বিতর্কিত মুক্তিযোদ্ধা দিয়ে কমিটি গঠন করায় প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।
দুপুরে কাচারী পুকুরপাড়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানবন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন, উলিপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমডি ফয়জুর রহমান, মুক্তিযোদ্ধা রবিউস সামাদ, জয়নাল আবেদীন, আব্দুর রহিম। এসময় বক্তারা বলেন, গৃহহীন মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পে উলিপুর উপজেলা কমিটিতে নিয়ম বহির্ভূতভাবে গোলাম মোস্তফাসহ বিতর্কিত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন হলে প্রকৃত গৃহহীন মুক্তিযোদ্ধারা সুবিধা বঞ্চিত হবে। অবিলম্বে তাদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা।