মৌলভীবাজার জেলার কয়েকটি এলাকাকে রেড ইয়োলোও গ্রিন জোন ঘোষণা করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজার জেলার কয়েকটি এলাকাকে রেড ইয়োলোও গ্রিন জোন ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে অঞ্চল গুলো ভাগ করা হয়েছে।
শ্রীমঙ্গল পৌরসভার ক্যাথনিক মিশন রোড,রূপসপুর,সবুজবাগ,মুসলিমবাগ,লালবাগ বিরাইমপুর ও কালিঘাট রোডের শ্যামলী এবং কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দ নগর গ্রাম, কুলাউড়ার পৌরসভার মাগুরা ও মনসুর আবাসিক এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে। জেলার ২২টি ইউনিয়ন মৌলভীবাজার সদর পৌরসভা ও কমলগঞ্জ পৌরসভার পুরো এলাকা ইয়োলো জোন এবং জেলার কমলগঞ্জ ও বড়লেখা ২টি পৌরসভা ও ৪২টি ইউনিয়নকে গ্রিন জোনে ঘোষণা করা হয়েছে।। মৌলভীবাজারের সিভিল সার্জন স্বাক্ষরিত ওই প্রতিবেদনে উল্লেখ কারা হয় আগামী ১৪দিন এ ঘোষণা কার্যকর থাকবে।























