পাবনায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব নিহত এবং নাসির নামে আরেকজন আহত হয়েছে।
হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, রোববার বিকেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদের সমর্থক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে স্থানীয় বালিকা বিদ্যালয়ের গলিতে একদল যুবক হাবিব ও নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়ার পথে হাবিব মারা যায়। নাসিরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত হাবিবুর রহমান হাবিব হান্ডিয়াল নিকিড়িপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
























