ঠাকুরগাঁওয়ে শিশু নির্যাতনে অভিযুক্ত ইউপি সদস্য গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় মোবাইল চুরির অপবাদ নিয়ে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতন করে সেনগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মোতালেব আলী প্রতিবেশী গৃহবধূ সরিফা খাতুনকে উত্যক্ত করে আসছিল। এতে সাড়া না দেওয়ায় চুরির অপবাদ দিয়ে গত ২২ মে স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম, মোতালেব আলীসহ আর ৭ জন মিলে গৃহবধুর ছেলে শিশু সুমন ও তার ভাতিজা কমিরুল ইসলামকে আটক করে। গ্রাম্য সালিশে হাত-পা বেঁধে ওই দুই শিশুকে মারপিট করে সেই চিত্র ক্যামেরায় ধারণ করে ভাইরালে করে দেয়।
























